রাত ৪:১২,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী দিলেন স্বেচ্চাসেবক লীগ নেতা আকবর হোসেন

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের কারণে অসহায় ও দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি খাবার সামগ্রী দিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক আকবর হোসেন।
শুক্রবরা রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা টিপু সুলতান প্রমুখ।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক আকবর হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে ঘরে খাবার নেই অসহায় মানুষদের। সরকারের দেওয়া ছুটিতে তাদের ঘরে থাকতে হচ্ছে যার কারণে কোন কাজ করতে পারছেন না। আমার ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছি কয়েকটি পরিবারের মধ্যে খাবার দেওয়ার।