রাত ৯:৪০,   সোমবার,   ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা হুমায়ুন কবির’র জানাজা সম্পন্ন

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকারের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে সেলিমগঞ্জ আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর দুই টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, আব্দুল মুত্তালিব, রেজাউল হক,আবুল কালাম,সাবেক কৃষক দলের সভাপতি আসম খালেদ, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মন্নান তালুকদারসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।