রাত ১:৪৪,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিজয় দিবসের প্রথম প্রহরে প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার:
বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ প্রেস ক্লাব।
বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি দেয়ার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কোষাধ্যক্ষ মো.আশিকুর রহমান পীর, দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক আল আমিন, সদস্য দিলাল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।