বিজিবি’র অভিযানে ঘোড়া ও গাঁজা আটক
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারছড় ইউনিয়ন ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা ও ৪ টি ভারতীয় ঘোড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৮ ব্যাটালিয়ন।
রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারছড় ইউনিয়নের রংপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা আটক করা হয়। আটকৃত গাঁজার মূল্য ২ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৪ টি ভারতীয় ঘোড়া আটক করে লাউড়েরগড় বিওপি টহল। আটকৃত ঘোড়ার মূল্য ৯৫ হাজার টাকা।
এব্যাপারে ২৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবাহ্ উদ্দিন রাসেল জানান, আটককৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ঘোড়া শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।