সন্ধ্যা ৭:৩১,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুরে ছোট ভাই‌য়ের হা‌তে বড় ভাই খ‌ুন

স্টাফ রিপোর্টার :
স‌ুনামগ‌ঞ্জের ‌বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই রাসেল (২৫)’র ছুরিকাঘাতে বড় ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছে।
শনিবার দুপুর সা‌ড়ে ১২ টায় উপ‌জেলার ধনপুর ইউ‌নিয়‌নের বোয়া‌লিয়া গ্রা‌মে এ ঘটনা। এ ঘটনায় ঘাতক ছোট ভাই রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। দুলাল ও রা‌সেল বোয়া‌লিয়া গ্রা‌মের জালাল উ‌দ্দি‌নের প‌ুত্র।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে নানা বিষয় নি‌য়ে বড় ভাই দুলাল ও ছোট ভাই রাসেলের মধ্যে পারিবারি কলহ চলছিল। শনিবার দুপুরে বড় ভাই দুলালের বসত ঘরের সামনে একটি টয়‌লেট ঘর বানা‌তে যায় ছোট ভাই রা‌সেল। এতে বাধা দেন বড় ভাই দুলাল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথ‌মে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাসেল ছুরি দিয়ে বড় ভাই দুলালের পেটে আঘাত ক‌রে । এতে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যায়। স্থানীয়রা খবর দি‌লে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছোট ভাইকে আটক করে।
বিশ্বম্ভরপু থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়ন্ত তদ‌ন্তের জন্য নিহ‌তের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হ‌চ্ছে। এ ঘটনায় এখ‌নো মামলা দা‌য়েরের প্রস্তুতি চলছে।