রাত ১:৩১,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুরে বজ্রপাতে কৃষক নিহত

নিউজ ডেস্ক :
বিশ্বম্ভরপুর উপজেলার বজ্রাঘাতে নিজ জমিতে কাজ করা অবস্থায় আব্দুর রহিম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল উপজেলার মাঝেরগাও গ্রামে সাড়ে ৬টায় নিজ বাড়ির দক্ষিণে ফসলী জমিতে এ বজ্রাঘাতের ঘটনাটি ঘটে।
তিনি মাঝের গাঁও গ্রামের নুর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের ভাতিজা এইচ এস হাবিবুর রহমান কদ্দুছ বলেন, কয়েক দিন টানা রোদের কারণে জমি শুকিয়ে যাওয়ায় শনিবার সকালে বৃষ্টি শুরু হলে টাক্টর নিয়ে সকাল সাড়ে ৬টার সময় নিজ বাড়ি দক্ষিণে নিজের ছোট কিত্তা (চাষযোগ্য জমি) কাজ করছিলেন। বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে বজ্রপাত হচ্ছিল। কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রাঘাত হলে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।