রাত ৪:৪৯,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বিশ্বম্ভরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জুদ আলী খান, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিবির প্রতিনিধি প্রমুখ ।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক মুক্ত, গরু চোর মুক্ত উপজেলা এবং আসন্ন পণতীর্থ বারুনী, শাহ আরেফীন (রাঃ) মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।