সন্ধ্যা ৬:০৯,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ মেয়াদ উর্ত্তীণ হওয়ায় ও সাংগঠনিক কার্যক্রম অধিক গতিশীল করার লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি বিলুপ্ত করে।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা কমিটির পদপ্রত্যাশীরা ৩মার্চ থেকে ৮মার্চ তারিখের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
জীবনবৃত্তান্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি’র সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যায়নপত্র জমা দিতে বলা হয়েছে।