সকাল ৯:০৩,   রবিবার,   ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুর থেকে ৪ লাখ ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক :
বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৪ লাখ ভারতীয় রুপিসহ আলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ধনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার শিলডোয়ার গ্রামের আবুল বাসারের ছেলে।
এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।