দুপুর ১:০০,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

বিহারী পয়েন্টে মজুদের অভিযোগে ৪ বস্তা পেঁয়াজ-রসুন আটক

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে পেঁয়াজ মজুদের তিন বস্তা পেঁয়াজ ও এক বস্তা রসুন আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে মজুদ রাখার অভিযোগে শহ‌রের বিহারী পয়েন্ট থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল আহমেদ এ পেয়াঁজ ও রসুন আটক করেন। পরে পেয়াজ, রসুন সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। ত‌বে এসময় দুই জন‌কে আটক কর‌লেও বিষয়‌টি স্বীকার ক‌রেনি পু‌লিশ ও প্রশাসন।
পেঁয়াজ আট‌কের বিষয়‌টি জেলা প্রশাসক আব্দুল আহাদ নি‌শ্চিত ক‌রে বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছি। বাজার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা কবর। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে
কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।