রাত ৯:১৭,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেদেপল্লীতে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস পরিস্থিতিতে সুনামগঞ্জের হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে সদর উপজেলার সোনাপুর গ্রামের বেদেপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তোলে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী প্যাকেজজাত করে বেদেপল্লীর বাসিন্ধাদের হাতে তোলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশসহ স্থানীয় নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, কেন্দ্রের নির্দেশে সংকটের সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছি আমরা। আগামীকাল বুধবার সুরমা ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। অসহায় মানুষের মধ্যে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এদিকে দুর্যোগের সময় খাদ্য সামগ্রী পাওয়ায় জেলা যুবলীগের প্রতি কৃতজ্ঞতা জানান বেদেপল্লীর বাসিন্ধারা।