রাত ১১:০৯,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের রেহাই নেই : কাদের

নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বলিষ্ট নেতৃত্বের কারণে করোনা বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের আরো সচেতন হতে হবে। ইতোমধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রি বিতরণ অনুষ্টানে এ কথা বলেন।
ওয়াবয়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার ক্ষমার অযোগ্য, অপরাধকারীরা রেহাই পাবে না। তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরও খুঁজে বের করা হবে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।