মধ্যনগরে ধর্ষণ বিরোধী মানববন্ধন
ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় মধ্যনগর কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, কবি অজয় রায়, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতিক ফারুকী, আরিফুর রহমান খান, মাকসুদা বেগম, শিক্ষার্থী নাজমুস শাকিব জয়, শরিফুল আলম লিমন, শেখ রাসেল প্রমুখ।