রাত ৮:১৪,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহানবীকে অবমাননা করার প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ(সঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে ছাতকে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে লাফার্জ ফেরিঘাট সংলগ্ন ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, ফ্রান্স রাষ্ট্রীয় ভাবে মহানবী(স.)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়েছে। রাসুল(স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। কাফির, মুশরিক, জারজ সন্তানেরা রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমানে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্দ। বক্তারা কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন, মহানবীকে নিয়ে ব্যাঙ্গ করার পরিণাম ভয়াবহ হবে। অবিলম্বে ব্যাঙ্গ চিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয় ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।
এ সময় তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনেরও ডাক দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আছাব মিয়া, ব্যবসায়ী রাসেল মাহমুদ, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী খায়ের উদ্দিন, মাও. মাহমুদ আলী, মাও. খলিলুর রহমান, হাজী আব্দুল গফুর, আবুল হোসেন, সৈয়দ আহমেদ লেছু, আহমদ আলী, সামছুদ্দিনসহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।