রাত ১০:৪৯,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনর প্রতিবাদে দ. সুনামগঞ্জে মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (০১ নভেম্বর ) বিকালে উপজেলার পাগলা বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বাঘেরকোণা ঐক্য যুব সংঘ।
মাও. খলিল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও. মিসবাহ উদ্দিন খান, মাও. জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা বদরুল আলম টিপু, হাফিজ আবু সাঈদ প্রমুখ।
বক্তব্যে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার জন্য বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারকে আহ্বান জানান।
এসময় মাও. সিরাজুর রহমান, হাজ্বী কমর উদ্দিন, মিজানুর রহমান, মাও. শামীম আহমদ, মাও. জসিম উদ্দিন, শায়েক উদ্দিন, ইমরান আহমদ সহ কয়েক শতাধিক মুসলিম জনতা উপস্থিত ছিলেন।