রাত ১১:২২,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাইজবাড়ি প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন নাইন টাইগার্স স্পোর্টিং

স্টাফ রিপোর্টার :
মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাইন টাইগার্স স্পোর্টিং ক্লাব।
শনিবার মাইজবাড়ি এলাকাবাসীর আয়োজনে মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, ইউপি সদস্য নুর উদ্দিন, তৈয়ব আলী প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাহিন আহমদ, ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন নাজিম উদ্দিন। সর্বোচ্চো গোলদাতার পুরষ্কার পান আখতার হোসেন। খেলা পরিচালনা করেন জাবেদ আহমেদ, ফিরোজ খান, আজাদ হোসেন।