সন্ধ্যা ৬:০৮,   শুক্রবার,   ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

মাটিয়ান হাওরে ভেসে উঠলো নিখোঁজ যুবকের মরদেহ

তাহিরপুর প্রতিনিধি :
নিখোঁজের ৩দিন পর সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে এক যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলো।
নিহত যুবকের নাম আল আমিন মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে।
সোমবার সকাল ১০টার দিকে তার মরদেহ মাটিয়ান হাওরে ভেসে উঠে। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মো. লতিফুর রহমান তরফদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করেছে। নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নিহত আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিত চালিত নৌকা নিয়ে পার্শ্ববর্তী দক্ষিন শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে মাটিয়ান হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পরে সে নিখোঁজ হয়। পরে নৌকাটি হাওরের মধ্যে ঘুরতে দেখে জেলেরা বাড়িতে খবর দিলে তারা গত তিনদিন অনেক খোজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
আজ (সোমবার) সকালে তার লাশ মাটিয়ান হাওরে ভেসে উঠে।