রাত ৯:৫৯,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানবদেহের প্রথম ট্রায়ালে আশা দেখাল মডার্নার ভ্যাকসিন

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টায় আরও একধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। তাদের ভ্যাকসিনে ইঁদুরের পর মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়ালেও আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার মডার্না কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আটজনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে প্রায় দেড় মাস তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। এতে দেখা গেছে, স্বল্প ও মাঝারি পরিমাণে ভ্যাকসিন প্রয়োগে ওই ব্যক্তিদের শরীরে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রায় সমান বা আরও বেশি পরিমাণে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রায়ালে অংশ নেয়া ব্যক্তিদের কারও শরীরেই গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ থেকে এখনও পুরোপুরি প্রমাণিত না হলেও আশা করা হচ্ছে, ভ্যাকসিনটি ব্যবহারে মানবদেহে কিছুটা হলেও ভাইরাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে।
এখন আগামী জুলাই মাসেই ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষায় বড় পরিসরে হিউম্যান ট্রায়াল শুরুর পরিকল্পনা করছে মডার্না কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি এ গবেষণা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির কাছ থেকে ৪৮৩ মিলিয়ন ডলার সহযোগিতা পেয়েছে।