সকাল ১০:০৫,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান শুরু

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে দুইমাস ব্যাপি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করা হয়েছে।
সোমবার সকালে শহরের বিহারী পয়েন্টস্থ এলাকা থেকে এ পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর হোসেন আহমেদ রাসেল, আবাবিল নূর, চঞ্চল কুমার লোহ, ফজর নূর প্রমুখ।
এব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে ও মশার উপদ্রব থেকে বাঁচতে এ কার্যক্রম হাতে নিয়েছি। সরকার থেকে আমাদের নতুন ফগার মেশিন দেওয়া হয়েছে, যেটি দিয়ে সুনামগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ব্যবহার করা হবে।
তিনি আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি শুধু পৌরসভার কাজ না এটি সকল পৌর এলাকার মানুষের দায়িত্ব। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলকে আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।