রাত ১০:৪৭,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে হিজল করচের চারা রোপন

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষতে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে এক হাজার হিজল করচ গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ও শ্রীপুর (দ:) ইউনিয়ন পরিষদ, তাহিরপুর এর সহযোগিতায় হিজল করচের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ প্রমুখ।