মেয়র প্রার্থী তাপসের পক্ষে চপলের গণসংযোগ
স্টাফ রিপোর্টার :
ঢাকা দক্ষিণের আ.লীগ মনোনিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। রোববার দিনব্যাপি ঢাকা দক্ষিণের লালবাগ, চকবাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার সমর্থণে প্রচারণা চালান নেতৃবৃন্দ।
জেলা যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা নেতৃত্বে প্রচারণায় অংশ নেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।