সন্ধ্যা ৭:২৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথপুরের যুবক নিহত

জগন্নাথপুর প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুরের যুবক খেলু মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের সাথে একই গ্রামের সেজু মিয়া নামের আরেক আরোহী আহত হন।
রোববার নবীগঞ্জ এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়া। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয় এবং সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।