বিকাল ৫:১১,   শনিবার,   ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন: আটক ৭

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটাতে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করায় ৭জনকে আটক করে হাজতে প্রেরন করেছে তাহিরপুর থানা পুলিশ।
আটকৃতরা হলো, উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাও গ্রামের ফারুক মিয়ার ছেলে আশিক নুর (২২), নুরুজ আলীর ছেলে সুবায়েল (২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আনোয়ার আলী (৫০), মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল (২৫) তার সহোদর আবিকুল (২০), নুর জামালের ছেলে রবিউল (২৮) ও আদর্শ গ্রামের খোয়াজ আলীর ছেলে আব্দুল কাহার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনা অমান্য করে শনিবার মধ্যরাতে ও রোববার সকালে যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করার সময় তাহিরপুর বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. বিল্লাল হোসেন তাদেরকে আটক করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ৭ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,
বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের রোববার বিকেলেই জেল হাজতে প্রেরন করা হয়েছে।