দুপুর ১২:১২,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

রঙ্গারচর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপর

স্টাফ রিপোর্টার :
সুুনামগঞ্জ সদর এলজিইডি’র বাস্তবায়নে রঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে এ বিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষিক শারমিন জাহান মনিরা, সহকারী শিক্ষক দবির উদ্দিন, পরিচালনা কমিটির সহ-সভাপতি তুষার আহমদ, সদর উপজেলা জাপার সাধারন সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান, নুর মোহাম্মদ স্বজন, গুলচান মিয়া, মোঃনুরুজ্জামান, সোনাফর আলী, বুলবুল আহমদ, আব্দুল মতিন, ইউপি সদস্য শহিদ মিয়া ঠিকাদার কামাল হোসেন প্রমুখ।
এর আগে পীর ফজলুর রহমান মিসবাহ রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ তম ডাঃ আজিজুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৯ এর বৃত্তি ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।