রাকিব ও রাসেল হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীজামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে শহরের উলিকপাড়া এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উকিলপাড়া এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সহ- সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, জেলা ছাত্রলীগ নেতা লতিফুর রহমান জিসান, মাজেদুল ইসলাম পলাশ, মাসুম, মাজেদ,সফিকুর রহমান রনি, সাইফ উদ্দীন প্রমুখ।