সন্ধ্যা ৬:১৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাতে নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনা ভাইরাসের কারণে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে পারছেন না। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। সুনামগঞ্জে নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বুধবার রাতে শহরের ওয়েজখালি, কালিপুর, গণিপুর এলাকাসহ বিভিন্ন এলাকার নি¤œ আয়ের মানুষের ঘরে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি।
চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্যাকেজজাত করে বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতা জমিরুল হক পৌরব, সুমন দে, মাসুদুর রহমান শাহেদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক এম এ আরমান অপি উপস্থিত ছিলেন।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ.লীগ নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে। আমাদের খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত থাকবে।