সকাল ১১:৩৪,   বুধবার,   ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাস্তায় পাওয়া টাকা, মোবাইল ফেরত দিলেন হতদরিদ্র কমর উদ্দিন

জুনাইদ আহমদ, ছাতক :
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমের তল ও ছোট বিহাই গ্রামের মধ্যবর্তী ছাতক-জাউয়া রাস্তার জাই নামক স্থানে রাস্তায় পড়ে থাকা কাপড়ের ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেন উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের মৃত মজুমদার আলীর ছেলে হতদরিদ্র কমর উদ্দিন। সম্প্রতি রাস্থায় পড়ে থাকা একটি ব্যাগ পান কমর উদ্দিন, যে ব্যাগের বিতরে নগদ ৫৫ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ছিল।
পরে তিনি বিষয়টি উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদের ভাই কামরুজ্জামান বাবুল ও ব্যবসায়ী ক্বারী নিজাম উদ্দিন সহ স্হানীয় লোকদেরকে অবহিত করেন।
ব্যাগের প্রকৃত মালিক আব্দুল রাজ্জাক কে খুঁজে পাওয়া গেলে কমর উদ্দিন টাকা ও মোবাইল তাঁর হাতে তুলে দেন।
এদিকে হতদরিদ্র কমর উদ্দিনের এমন সসতার প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন।