রাস্তায় রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছেন মেয়র নাদের বখত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ শহরকে জীবানুমুক্ত করতে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবনুনাশক করতে বিশেষ কার্যক্রম শুরু করেছে সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত নিজেই ফায়ার সার্ভিস গাড়ির নিয়ে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ব্লিচিং পাউডার মেশানো পানি ছড়িয়ে দিচ্ছেন।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর কার্যালয় প্রাঙ্গনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। গণ সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র নাদের বখত বলেন,পৌরবাসীকে সচেতন ও শহরকে জীবানুমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের আনাচে কানাচে ও সড়কে চলাচলকারী পরিবহনে জীবণুনাশক স্প্রে ও শহরের বিভিন্ন পয়েন্টে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুবেব আহমেদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সাজিদুর রহমান সাজিদ, সহ সভাপতি মোজাহের আলী, দপ্তর সম্পাদক বাবু লিটন সরকার, রিংকু চৌধুরী প্রমুখ।