সকাল ৮:২৯,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রেঁনেসা ছাত্রকল্যান পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে অসহায়, দিনমজুর ও হতদরিদ্রের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের লোহাজুরী ছড়ারপাড়-ডালারপাড় গ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সংগঠন রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদ।
মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় ১০টি গ্রামের ১১০টি পরিবারের মধ্যে ১০কেজি চাল, ২কেজি আলু,১লিটার সয়াবিন তেল, ১কেজি ডাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মস্তুফা মিয়া, ব্যবসায়ী জামাল মিয়া, বিল্লাল হোসেন, রইস মিয়া, ফরিদ মিয়া, মোতালীব মিয়া, বুরহান উদ্দিন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এ,কে,এম জালাল উদ্দিন, রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদস্য সায়মন রাহুল, ফরজে এমরান, আজিজুল হক, উজ্জল মিয়া, ওয়াহিদ মিয়া, ইকবাল, জিন্নাহ, কাদির মিয়া, সাগর, জুয়েল, রিপন,সেলিম মাহমুদ,হালিম মিয়া প্রমুখ।
রেঁনাসা ছাত্রকল্যান পরিষদের সভাপতি আল আমিন সিকদার জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া লোকজন অসহায় অবস্থায় দিনযাপন করছে। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি।