সন্ধ্যা ৭:৩০,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ায় বাদাঘাট ইউপি চেয়ারম্যান বহিষ্কার

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো.আফতাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে ইউপি চেয়ারম্যান আফতাবকে সাময়িক বহিস্কারের কথা জানা যায়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। জন্ম সনদ আইন অমান্য করে রোহিঙ্গাদেরকে জন্ম সনদ প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জানাযায়, বিগত ২০১৭ সালের ১৭ জুলাই ৬ জন রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেয়া হয় বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে। পরে ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্ম সনদসহ রোহিঙ্গাদের আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ি। এসময় পুলিশের হাতে ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।