র্যাব প্রধান সুনামগঞ্জের সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনায় আক্রান্ত
নিউজ ডেস্ক :
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি থাকলেও সবল আছেন বলে জানিয়েছেন র্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।
বৃহস্পতিবার র্যাবের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র্যাবপ্রধানের আক্রান্ত হওয়ার খবর জানান।
তিনি বলেন, “আপনারা জানেন তিনি (মামুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর জন্য এই অনুষ্ঠানে আসতে পারেননি।”
আশিক বিল্লাহ সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল্লাহ আল- মামুন বুধবার নমুনা পরীক্ষা করালে তার সংক্রমণ ধরা পড়ে।
(বৃহস্পতিবার) উনাকে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে করা হয়েছে। বর্তমানে তিনি ভালোই আছেন।”
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সন্তান।