দুপুর ১:৪৭,   শনিবার,   ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

লন্ডনে ‘ডা. মঈন উদ্দীন স্মৃতি সংসদ’ এর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার:
গত ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন উদ্দিন মারা যান। সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর মৃত্যু নাড়িয়ে দেয় গোটা বিশ্ববাসিকে।
মানবতার জ্বলন্ত প্রদীপ ডা. মঈন উদ্দীনের জীবনকর্মকে ছড়িয়ে দিতে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার জন্য লন্ডনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা।
পূর্ব লন্ডনের গ্রীণ স্ট্রীটে গত সোমবার (২৭জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নুর আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মতিন, মাহমুদ আলী, শরীফ উল্লাহ, বাহার উদ্দীন, আজাদ মিয়া, শামীম আহমদ, আখতার আহমদ, শাকির হোসাইন, সেলিম আহমেদ।
সভায় সর্বসম্মতিতে “ডা. মঈন উদ্দীন স্মৃতি সংসদ যুক্তরাজ্য” প্রতিষ্ঠা করা হয় এবং মাহমুদ আলী ও আব্দুশ শহীদকে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ত দেয়া হয়।