দুপুর ১:৩২,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

লন্ডন যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর ১০ ফেব্রুয়ারি লন্ডন থেকে ইতালির রোমের উদ্দেশে রওনা দেবেন। সেখানে অনুষ্ঠিতব্য ইফাদের গভর্নিং কাউন্সিলের ৪৩তম সভায় যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী। আগামী ১৩ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।