রাত ১২:৪৩,   শনিবার,   ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো আলো রক্তদান সংস্থা

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস কারণে ঘরবন্দী শতাধিক পরিবারকে খাবার সামগ্রী প্রদান করেছে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা সুনামগঞ্জ সদর শাখা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসহায় ঘরবন্দী মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে প্রতি পরিবারকে চাল, পেঁয়াজ, আটা, আলু, তেল, সাবান, ডাল দেয়া হয়।
আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি মানুষকে সহযোগিতা করার। যারা বিত্তবান আছেন আপনারা আপনাদের মতো মানবতার হাত বাড়িয়ে দিন। তাহলেই আমরা ৭১ সালের মহান মুক্তিযোদ্ধের মত এই যুদ্ধে জয়ী হতে পারবো।