শনিবার জগন্নাথপুর যাচ্ছেন না পরিকল্পনামন্ত্রী
জগন্নাথপুর প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলায় আগামীকাল শনিবারের কর্মসূচি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুব শ্রীঘ্রই পরিকল্পনা মন্ত্রীর জগন্নাথপুর উপজেলায় কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শনিবারের জগন্নাথপুর উপজেলার সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, অনিবার্য কারণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্যার আগামীকাল শনিবারের নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারলেও আমরা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্যারের পক্ষে পোনামাছ অবমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করব।