সন্ধ্যা ৬:৫০,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শহরের উত্তর ষোলঘ‌রে নিম্ন আ‌য়ের মানুষ‌রা খাদ্য সহায়তা পায়‌নি

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ পৌর এলাকার ১নং ওয়া‌র্ডের উত্তর ষোলঘ‌রে(‌ধোপাখা‌লি) নিম্ন আ‌য়ের মানু‌ষের ম‌ধ্যে খাদ্য সহায়তা দেয়ার দা‌বি জ‌া‌নি‌য়ে‌ছেন স্থানীয় মানুষজন। চলমান ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে এই এলাকার বেশ কিছু প‌রিবার ক‌ষ্টে জীবনযাপন কর‌ছে।
স্থানীয় বা‌সিন্ধা‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, ১নং ওয়া‌র্ড উত্তর ষোলঘর(‌ধোপাখা‌লি) শহ‌রের অন্যান্য এলাকার চে‌য়ে অনুন্নত। য‌দিও এলাকা‌টি ব‌র্ধিত পৌর এলাকায় নয়, পুরাতন পৌর এলাকায় অব‌স্থিত। সরু সড়‌কের মহল্লায় প্রায় শতা‌ধি‌কের উপ‌রে প‌রিবা‌রের বসবাস। এর ম‌ধ্যে অ‌নেক নিম্ন আ‌য়ের প‌রিবা‌রেরও বসবাস। যারা প্রতি‌দি‌নের রোজগা‌রে জীবন চালান। ক‌রোনা ভাইরা‌সে অন্যান্য এলাকার মত এই মহল্লার মান‌ুষও কর্মহীন। সরকা‌রি নি‌র্দেশনার কার‌ণে ঘর থে‌কে বের হ‌তে পার‌ছে না। অভাব অনট‌নে দিন কাট‌ছে তা‌দের। জেলা প্রশাসন, পৌরসভাসহ কেউ তা‌দের খাদ্য সহায়তা দেয় নি।
এলাকার নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক ম‌হিলা(৫০) ব‌লেন, আমরা কা‌রো কাছ থে‌কে সাহায্য পায়‌নি, কেউ খোঁজও নেয়‌নি আমা‌দের। ভোট আই‌লে আই‌লে হাত পাও ধ‌রে, এখন তা‌দের খবর নাই।
রিকশা চালক আলমগীর হোসেন বলেন, আমার একটা বাচ্ছা প্রতিবন্ধী, পরিবারের সদস্য সংখ্যা ৫জন। রুজি নাই, খানিও নাই, খুব সমস্যায় আছি।
স্থানীয় বা‌সিন্ধা চাকরিজীবী মমতা ইসলাম মম ব‌লেন, অসহায় একটি পরিবারেও এখন পর্যন্ত পৌছায়নি কোনো দপ্তর থেকে কোন প্রকার খাদ্য সহায়তা। নিম্ন আ‌য়ের মানুষরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ভ্যান, রিক্সা, অটো চালক ও দিনমজুর পরিবারগুলো হয়ে গেছে কর্মহীন। কর্মহীন হয়ে গেছে অন্যের বাসায় খেটে খাওয়া কাজের বোয়ারাও। এদের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়ার দায়িত্ব কার বা কাদের?
আ‌রেক বা‌সিন্ধা সাংবা‌দিক মাহমুদুর রহমান তা‌রেক ব‌লেন, স্থানীয় নিম্ন আ‌য়ের মানুষরা আমা‌কে জা‌নি‌য়েছেন, তারা খাদ্য সহায়তা পান নি। এলাকার জনপ্র‌তি‌নি‌ধিরা তা‌দের খোঁজখবর নি‌চ্ছেন না। বিষয়‌টি পৌর কতৃপক্ষ ও প্রশাস‌নের নজর দেয়া উ‌চিত।
এব্যাপ‌ারে ফো‌নে পৌর মেয়র না‌দের বখ‌তের যোগা‌যোগ করা হ‌লে তা‌কে পাওয়া যায়‌নি।