সকাল ৭:১২,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শহরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বংকদের নিয়ে বাজার মনিটরিং করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে পুরাতন জেল রোড, সবজি বাজার, মাছ বাজার, মোরগ বাজার ও গরুর মাংসের দোকানে মনিটরিং করা হয়।

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন। তার নেতৃত্বেই চালানো হয় বাজার মনিটরিং এর কাজ।

এসময় বাজার মনিটরিং এ অংশ নেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন দোজা আহমদ, নাহাত হাসান পৌলমী, আরাফ মুত্তাকী ও সাইম হাসান প্রমুখ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তি পর্যায়ে রাখা জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান ভোক্তা-অধিকারের সহকারি পরিচালক মো. আল আমিন।