শহীদদের স্মরণে সুনামগঞ্জ প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার :
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক আহমদ শামীম, সাধারণ সম্পাদক একেএম মহিম, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বিন্দু তালুকদার, জাকির হোসেন, সদস্য এনাম আহমদ, মাহবুবুল হাসান শাহীন, আশিকুর রহমান পীর, দিলাল আহমদ, মোসাইদ রাহাত, আল আমিন, তরিকুল ইসলাম প্রমুখ।