শহীদ সিরাজ লেকে জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি
বিশেষ প্রতিনিধি :
নাজমুন মুনিরা ন্যান্সি। দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী। কন্ঠশিল্পী ন্যান্সি নামেই পরিচিত।
জনপ্রিয় এই শিল্পী শুক্রবার সুনামগঞ্জে এসেছিলেন। তবে কোন অনুষ্ঠানে যোগ দিতে নয়। ঘুরতে এসেছিলেন।
সুনামগঞ্জের পর্যটন স্পট হিসেবে পরিচিত তাহিরপুরের নয়নাভিরমা জায়গাগুলো ঘুরে দেখেন তিনি।
স্পিটবোটে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার পর শহীদ সিরাজ লেক ঘুরে দেখেন। সেখানে তিনি ছবিও তোলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে শহীদ সিরাজ লেকে উঠা ছবিটিও পোস্ট করেন।
এর আগে টাঙ্গুয়ার হাওরে স্পিটবোটে ফেসবুক লাইভে ন্যান্সি বলেন, অদ্ভূধ, অপূর্ব সুন্দর টাঙ্গুয়ার হাওর, হাওর থেকে পাহাড় দেখা যায়, বৃষ্টি, বাতাস এক সঙ্গে অসাধারণ লাগছে। অনেক দিন পর বের হলাম, ভালো লাগছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।