সন্ধ্যা ৭:০৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাবির নমুনায় সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।
রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬০ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ৩ জন, জগন্নাথপুর উপজেলায় ৮ জন, দিরাই উপজেলায় ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন এবং শাল্লার উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আক্রান্ত হওয়াদের আইসোলেশনে নিয়ে আসা হবে এবং তাদের সংস্পর্শে আসা লোকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।