রাত ৮:২৯,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

শাল্লায় আসছেন রাষ্ট্রপতি: স্থান পরির্দশনে ডিসি-এসপি

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ হাওর উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ উপলক্ষে শাল্লায় হাওর উৎসবের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান।
শনিবার দুপুরে উপজেলার শাল্লা গ্রামে নির্ধারিত হাওর উৎসবের স্থান পরিদর্শন করেন তারা। এসময় নির্ধারিত স্থান ছাড়াও উপজেলা সদরসহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন তারা। উৎসবের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এলাকার লোকজনের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী হাওর উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাওর উৎসবের সদস্য সচিব ডাঃ আবুল কালাম চৌধুরী।