ভোর ৫:০৫,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাল্লায় তিন শতাধিক পরিবারকে গ্রো ফাউন্ডেশনের সহায়তা

দিরাই প্রতিনিধি :
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপির একমাত্র পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত পরিচালিত গ্রো ফাউন্ডেশনের পক্ষ থেকে শাল্লা উপজেলায় করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার আটগাঁও ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খোরশেদ মিয়া, সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং গ্রো ফাউন্ডেশনের সদস্যরা।