রাত ৮:৪০,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত ও আরো ৫জন আহত হয়েছেন। নিহতের নাম আঞ্জুরা বিবি (৩০) ।
শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটলে খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষ লোকদের নিয়ে লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে খালেক মিয়ার লোকজন নিহত আঞ্জুরা বিবিসহ মোট ৬ জনকে আহত করে হয়েছেন। আহত সকলেই নারকিলা গ্রামের বাসিন্দা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে শাল্লা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম জানান, দু পক্ষের সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে, তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।