রাত ৯:০৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : শিল্প সচিব

স্টাফ রিপোর্টার :
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো.আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক। তিনি চান শিল্প উৎপাদনের মাধ্যমে যাতে দেশে মানুষের চাহিদা মেটানো সম্ভব হয় এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই সরকার শিল্পে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা দেওয়া হচ্ছে। একই সাথে শিল্পমন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করছে।’
সচিব বলেন, বিসিক কিন্তু সরকারের দিক থেকে ভিন্ন রকমের সুযোগ-সুবিধা দেয়। আমরা শিল্পনগরী তৈরি করে দিচ্ছি এবং সেই নগরীর ভিন্ন রকমের অবকাঠামো আমরা তৈরি করে দিচ্ছি। ভিন্ন রকমের অবকাঠামো বলতে সেখানে গ্যাসের ব্যবস্থা করে দেওয়া, বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া, রাস্তা-ঘাট করে দেওয়া হচ্ছে এবং এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন রকমের প্রণোদনা দেয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।