বিকাল ৫:৩৩,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিশু তুহিন হত্যাকাণ্ডে বাবা-চাচার ফাঁসি

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দিরাইয়ের পাঁচ বছর বয়সী শিশু তুহিন হত্যাকাণ্ডে বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা মো. নাছির উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন। এঘটনায় তুহিনের অপর চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
আদালত সূত্রে জানাযায়, গত বছরের ১৩ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিনের কদম গাছের সাথে ঝুলানো গলাকাটা লাশ পাওয়া যায়। এসময় তুহিনের দুইটি কান, পুরুষাঙ্গ কাটা ও পেটে দুটি নাম লেখা ছুরি পাওয়া যায়। এঘটনার পর দিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তুহিনের বাবা-চাচা এবং চাচাতো ভাইসহ পাঁচজনকে আটক করে।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেন, তুহিনের বাবা আব্দুর বাছির ও চাচা নাছির উদ্দিন তুহিন হত্যায় তারা স্বীকার করায় আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তাছাড়া বাকি দুই চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলী সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শিশু তুহিন হত্যাকাÐের ঘটনায় অপর আসামি তুহিনের চাচাতো ভাইয়কে আট বছরের আটকাদেশ দেয় আদালত।