শীতার্ত ও হতদরিদ্র ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ বাজার, কাঠইর বাজার, মোহনপুর বাজার ও লক্ষণশ্রী ইউনিয়নের শীতার্ত ও হতদরিদ্র ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো.গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার মো.রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন প্রমুখ।