বিকাল ৪:৩৭,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

শ্রমিক লীগ নেতা আকিকুর রহমানের শোকসভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকিকুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটনের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদের যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, কোষাধ্যক তোঘলক আহমেদ, পাইকুরাটি ইউপি চেযারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহ আলী আকরব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোশারফ হোসেন, সদস্য ওবায়দুর রহমান প্রমুখ।