রাত ২:৩৮,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শ্রীধরপুর গুচ্ছগ্রামে জেলা প্রশাসকের বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার :
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীধরপুর গুচ্ছগ্রামের ৪০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার এই কর্মসূচির উদ্বোধন করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় তিনি গুচ্ছগ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
জেলা প্রশাসক গুচ্ছগ্রামের বাসিন্দাদের পরিবার পরিকল্পনা সেবা, আমার বাড়ি আমার খামার প্রকল্প সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন।।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।