রাত ৮:১৯,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” এ প্রতিপাদ্যের মাধ্যমে সঞ্চয় সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। পরে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশ প্রমুখ।