রাত ১১:১৬,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সন্তানের প্রধান বিদ্যালয় হল তার পরিবার : এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব, শিক্ষার মানউন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ছাড়া কোন জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। গ্রামকে শহরে রুপান্তর করতে হলে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি অভিভাবকদের উদ্যেশে বলেন, সন্তানের প্রধান বিদ্যালয় হল তার পরিবার, কাজেই আপনাদের প্রত্যেকেই সন্তানের প্রতি নজর রাখতে হবে।ভবিষ্যতে আপনার সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করবে। শিক্ষার বিকল্প কোন শক্তি নাই।
তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমরাই পারবে বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়িত করতে, তোমরাই জাতির ভবিষ্যত অভিভাবক। রক্তি নদীর ব্রীজের দুই পারের সংযোগ কাজ শুরু হয়েছে, রামনগর খেয়াঘাট, স্কুলের খেলার মাঠ মাটি দিয়ে ভরাট, নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
রোববার দুপুরে আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ তালুকদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক তৈয়বুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, জেলা পরিষদ সদস্য হাজী আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সদস্য আবুল কাশেম, মানিক মিয়া, সহকারী শিক্ষক, নূর উদ্দিন, শহিদুল ইসলাম, বেলাল হোসেন, আনিসুর রহমান, আব্দুল জব্বার, জোৎস্না বেগম, রুবেল আহমদ, রুহুল আমিন, সাবেক মেম্বার কয়ছর মিয়া, বর্তমান মেম্বার মিজানুর রহমান, জমির উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান, আব্দুল আরজ, আকমল হোসেন, তাহেরা বেগম, শিব্বির আহমদ প্রমুখ।